
মনা নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ১২ই অক্টোবর ২০২৫ থেকে সারাদেশে মাশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পিং শুরু হচ্ছে। টাইফয়েড টিকাদান ক্যাম্পিং এর আওতায় প্রায় ৫ কোটি শিশুদের ৯ মাস থেকে ১৫ বছর বয়সের এক ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে। টাইফয়েড টিকা দান ক্যাম ক্যাম্পিং ২০২৫ উপলক্ষে হরিয়েন্ট টেসন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার আজিমপুর সিভিল সার্জন অফিসের নিজস্ব সভাকক্ষে সাংবাদিকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক ভার্চুয়ালি বক্তব্য রাখেন। ঢাকা বিভাগীয় তথ্য অফিসারের ব্যবস্থাপনায় ঢাকা বিভাগের তথ্য পরিচালক শাহ আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোঃ জিল্লুর রহমান।