মনা নিজস্ব প্রতিনিধিঃ
[১৬ই ডিসেম্বর ২০২৫ ইং তারিখে
আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর এই দিনে বাঙালি জাতি অর্জন করেছে পূর্ণাঙ্গ বিজয়। ১৯৭১ সালের এই দিনে বাঙালিরা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। ৩০ লক্ষ শহীদের জীবন উৎসর্গ, অগণিত মা-বোনের সম্ভ্রমহানি এবং বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে ৭১ এর এই দিনে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে জন্ম হয়েছে বাংলাদেশের। তাই বিজয়ের এই দিনটি আমাদের জাতীয় জীবনে সর্বাপেক্ষা স্মরণীয়, আনন্দময় এবং গৌরবের দিন।
জেলা পুলিশ, ফরিদপুর কর্তৃক মহান বিজয় দিবস- ২০২৫ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ০৭.৩০ ঘটিকায় শহরের গোয়ালচামট মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি ফলকে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদুপর ও জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
[মিডিয়া অ্যান্ড পিআর, ফরিদপুর]