
মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম (অফিসার ইনচার্জ ডিবি (দক্ষিণ), ঢাকা জেলা এর নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোঃ টিটুল হোসাইন ও সঙ্গীয় অফিসার এসআই (নিরস্ত্র) এস. এম এনামুল হক, এসআই (নিরস্ত্র) সৈয়দ ইমামুজ্জামান এবং ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৬/১১/২০২৫ খ্রিঃ তারিখ রাত ২৩.০০ ঘটিকা হতে রাত ২৩.৪৫ . ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পলাশপুর এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ ইসমাইল হোসেন (৪৩), পিতা-মোঃ ছায়েদ আলী ওরফে সাঈদ আলী, মাতা-মৃত মাজেদা বেগম, সাং-পলাশপুর পূর্বপাড়া, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ‘কে ২,০০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ বিশ হাজার টাকাসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করিয়া ধৃত আসামী ১। মোঃ ইসমাইল হোসেন (৪৩) এর বিরুদ্ধে (i) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৪২, তারিখ-১৭/০৮/২০১৭ খ্রিঃ, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ১(ক)/ ১৯(১) এর ৯(খ) মামলা পাওয়া গিয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৬৫, তাং-২৭/১১/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।