মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।
দীর্ঘ ৭ দিনের অবিরাম বৃষ্টির পর আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে মাদারীপুরে দেখা মিলেছে কাঙ্ক্ষিত রোদের। একটানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছিল জলাবদ্ধতা, বন্ধ ছিল অনেক কৃষিকাজ ও নির্মাণকাজ, দুর্ভোগে পড়েছিল সাধারণ মানুষ।
আজ সকালে সূর্যের মুখ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শহর ও গ্রামের মানুষ। কর্মজীবী মানুষজন ব্যস্ত হয়ে পড়েছেন আগের মতো কাজে, হাট-বাজারেও ফিরে এসেছে চিরচেনা চাঞ্চল্য। কৃষকরা জানিয়েছেন, এই রোদ কিছুটা হলেও ধান ও সবজি খেতের ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করবে।
স্থানীয় একজন বাসিন্দা বলেন,
"সকালের রোদ যেন আশার আলো। ঘরবন্দি থাকতেছি কয়েকদিন, আজ একটু বাইরে বের হতে পেরে ভালো লাগতেছে।"
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন আবহাওয়া তুলনামূলকভাবে ভালো থাকতে পারে, তবে মাঝেমধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে।