মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় যড়যন্ত্রের শিকার জাতীয় দৈনিক দিনকাল ও যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে মিথ্যা হয়রানি মুলক মামলা প্রত্যাহার ও নিঃস্বর্থ মুক্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসি।
শনিবার (২৭ শে সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের উলাশি গিলাপোল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উলাশী ও গিলাপোল এলাকার শতশত নারী-পুরুষ অংশগ্রহন করেন।
মানববন্ধনে এলাকাবাসী সাংবাদিক মনির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃস্বার্থ মুক্তির দাবি জানান। এ সময় এ প্রহসনের মামলার সুষ্ট তদন্ত ও দাবী করেন। তারা বলছে,দীর্ঘদিন ধরে মনি সাংবাদিককতা পেশার সাথে জড়িত। তার বিরুদ্ধে কেউ কখনো চারিত্রিক দোষারোপ করতে পারিনি। সে একজন পরহেজগার মানুষ। তার বিরুদ্ধে একটি সাজানো ঘটনাকে মামলায় রূপ দেওয়া হয়েছে যেটা অন্যায় মিথ্যা এবং ভিত্তিহীন।
উল্লেখ্য,গত ২৪ শে সেপ্টেম্বর উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের এক নারী তার অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলেকে বলৎকারের অভিযোগ এনে সাংবাদিক মনির বিরুদ্ধে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করে। পরে পুলিশ তদন্ত ছাড়াই অভিযোগটি মামলায় রুপান্তর করে সাংবাদিক মনিকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।