মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর পল্লবী থানাধীন বাউনিয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম-মো. ইউনূস আলী।
বুধবার সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২ টার দিকে আমরা বাউনিয়াবাদ এলাকার হ্যাভেন সিটির পাশে একটি অভিযান চালায়। অভিযানকালে ইউনূস আলী নামের ওই ব্যক্তিকে একটি ৭.৬৫ মডেলের বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটির গায়ে ইংরেজিতে 'ইউএসএ’ লেখা আছে।
গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্রের বিষয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি আলমগীর জাহান।
তিনি বলেন, পল্লবী থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।