মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিন) , ঢাকা জেলা এর নেতৃত্বে ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর একটি চৌকস ডিবি টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং-২৯/০৮/২০২৫ তারিখ ১০.৩০ ঘটিকার সময় কেরাণীগঞ্জ মডেল থানাধীন বন্দডাকপাড়া এলাকা হতে পেশাদার চোর ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য আসামী ১। মোঃ বাবু (৩৫), পিতা- মৃত কুদ্দুস সরকার, সাং- বড়াকুইল, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ, বর্তমান- নাজিরের বাগ, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা এবং ২। অন্তর দাস (২৫), পিতা- দিলীপ দাস, সাং- কোমরগঞ্জ, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা, বর্তমান- সদরঘাট এলাকায় ভাসমান, থানা- কোতয়ালী, ঢাকা মহানগরদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকালে ধৃত আসামীদের দখল হতে একটি আইফোন এবং একটি টেকনো মডেলের মোট ০২টি স্মার্ট চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ঢাকা কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় বসত বাড়ী হতে ঘরের জানালা দিয়ে এবং বিভিন্ন দোকানসহ জনবহুল স্থান হতে লোকজনদের নিকট থেকে বিশেষ কায়দায় দামী-দামী মোবাইল ফোন চুরি করে সল্প মূলে বিক্রয় করে থাকে। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় ধৃত আসামী ১। মোঃ বাবু (৩৫) এর বিরুদ্ধে ডিএমপি, ঢাকার কোতয়ালী থানা, ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানা সহ মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদক মামলা সহ মোট ০৮ টি মামলা রয়েছে, ধৃত আসামী ২। অন্তর দাস (২৫) এর বিরুদ্ধে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী, সূত্রাপুর থানা সহ ঢাকার জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় মোট ১১ টি চুরি ছিনতাই মামলা রয়েছে। আসামী ১। মোঃ বাবু (৩৫) ও ২। অন্তর দাস (২৫)দ্বয়ের এর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৪৫, তারিখ-২৯/-৮/২০২৫ খ্রিঃ, ধারা-৪১৩ পেনাল কোড রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।