মনা যশোর প্রতিনিধিঃ
জেলা পুলিশের আয়োজনে ইং-১২/০৯/২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকায় যশোর পুলিশ লাইন্স মাঠে যশোর জেলা পুলিশ ফুটবল দল এবং যশোর পুলিশ লাইন্স স্কুল ফুটবল দলের মধ্যকর প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। উক্ত ফুটবল ম্যাচের সভাপতিত্ব করেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আজাহারুল ইসলাম, জেলা প্রশাসক, যশোর। প্রীতি ফুটবল ম্যাচ যশোর জেলা পুলিশ ফুটবল দল ০৩-০০ গোলে পুলিশ লাইন স্কুল ফুটবল দলকে পরাজিত করে। প্রধান অথিতি ও সভাপতি মহোদয় বিজয়ী এবং পরাজিত দলকে মেডেল ও টফি পুরস্কার প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় বক্তব্য বলেন, খেলাধুলার বিকল্প কিছু নাই। সুস্থ শরীর এবং মনকে সুন্দর করার জন্য সবার খেলার সাথে যুক্ত থাকার প্রয়োজন। এই রকম আরো প্রীতি আয়োজন এবং সবার সুসাস্থ্য কামনা করেন।
উক্ত ফুটবল ম্যাচে আরো উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), জনাব রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর, জনাব আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল, পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক মন্ডলী, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।