
রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি এলাকার নয়াপাড়া গ্রামে গতকাল গভীর রাতে শেরা মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়রা এ ধরনের চুরিকে “শিং চুরি” বলে অভিহিত করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় চোরের দল রাতে ঘরে প্রবেশ করে এবং পরিবারের ঘুমন্ত সদস্যদের অজান্তে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। চোরেরা নিঃশব্দে ঢুকে মুহূর্তের মধ্যে মালামাল লুটে যাওয়ায় তাদের ধরা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
ঘটনার পর সকালে বাড়ির আশেপাশের মানুষজন বাড়িতে ভিড় জমায়। যদিও চুরি হওয়া মালামালের সঠিক পরিমাণ এখনো জানা যায়নি, ধারণা করা হচ্ছে নগদ টাকা ও কিছু মূল্যবান জিনিসপত্র চোরেরা নিয়ে গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং চোরদের ধরতে তদন্ত শুরু করেছে।
এক প্রতিবেশী বলেন, “আমরা সবাই ভয়ভীতিও আতঙ্কে রয়েছি। এমন ঘটনা আর যেন ঘটতে না পারে তার জন্য প্রশাসন দ্রুত পদক্ষেপ নাকরা অত্যন্ত জরুরি।”