আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বিকেল থেকে গভীর রাত অবধি তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা যুবদলের নেতৃবৃন্দ আদমদিঘী, দুপচাঁচিয়া ও শান্তাহার এলাকার পাঁচজন অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। এই মানবিক কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান। সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মুনছুর রহমান (তালোড়া পৌরসভা) কিডনি ও পিত্তথলির সমস্যায় ভুগছেন। রওশন আরা (দুপচাঁচিয়া) শহীদ রামীমের মা তারেক রহমানের উপহার পেয়ে আবেগে কেঁদে ফেলেন। আব্দুল আজিজ মাস্টার (কোমারপুর, আদমদিঘী) বয়স ও অসুস্থতার ভারে ক্র্যাচে ভর দিয়ে চলাফেরা করেন। তোতা মন্ডল (রামপুরা, আদমদিঘী): এতটাই অসুস্থ যে অন্যের কাঁধে ভর করে দাঁড়াতে হয়। রাকিবুল হাসান চঞ্চল (শান্তাহার): বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে মেরুদন্ড ভেঙে গেছে, চলাফেরা তো দূরের কথা, কথাও বলতে পারছেন না।তারেক রহমানের পক্ষ থেকে প্রদত্ত সহায়তা পেয়ে এসব অসহায় মানুষদের চোখে ছিল কৃতজ্ঞতা ও আশার আলো। চিকিৎসার খরচে নিঃস্ব হয়ে যাওয়া রাকিবুল হাসান চঞ্চল শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলেন, যেন বাঁচার শেষ আশাটুকু ফিরে পেয়েছেন। জেলা যুবদলের নেতারা জানান, তারেক রহমানের নির্দেশে ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।