
মনা নিজস্ব প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা
আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের কর্মস্পৃহা ও গতিশীলতা বৃদ্ধি এবং ভালো কাজে উৎসাহ প্রদান করতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নগদ অর্থ প্রদান করেন।
তারই ধারাবাহিকতায় মাসিক কল্যাণ সভার বাইরেও বিশেষ ক্ষেত্রে অসামান্য অবদান রাখা সদস্যদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কর্তৃক বেলগাছি ছিনতাই মামলার আসামী গ্রেফতার পূর্বক রহস্য উদঘাটন; দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প কর্তৃক ৫ কেজি ১৫৫ গ্রাম রুপা উদ্ধার এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৫,৭০০(পাঁচ হাজার সাতশত)পিস ইয়াবা ট্যাবলেট,যার মূল্য অনুমান-১৭,১০,০০০/-(সতের লক্ষ দশ হাজার)টাকা উদ্ধার এর ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নগদ অর্থ প্রদান করা হয়।
পুলিশ সুপার মহোদয় আশা প্রকাশ করেন, এই উদ্যোগ জেলা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে এবং সেবার মানোন্নয়নে সহায়ক হবে।