মনা নিজস্ব প্রতিনিধিঃ
সাভারে মুশুরীখোলা তুলাতলী এলাকা থেকে চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তাদের হেফাজত থেকে ২৪ লিটার চোলাই মদ উদ্ধার করেন।
শনিবার (১৮ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এর আগে দুপুর আড়াইটার দিকে সাভারের মুশুরীখোলা তুলাতলী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সাভারের মুশুরীখোলা তুলাতলী এলাকার মৃত সামছুর আলীর ছেলে আলমগীর হোসেন (৪২) ও সাভারের চাইরা এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে আরিফ হোসেন (৩৫)।
ডিবি পুলিশ জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের মুশুরীখোলা তুলাতলি এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য চোলাই মদ ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে চোলাই মদসহ এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৪ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় আরিফ হোসেনের নামের ২টি মাদক মামলা সহ অন্তত ৫টি মামলা রয়েছে। এছাড়াও আলমগীর হোসেনের নামেও একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানায় ডিবি পুলিশ।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলেন, উক্ত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।