
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫, শার্শা থানার ৩ নং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে এক উঠান বৈঠকে অংশগ্রহণ করেন শার্শার কৃতি সন্তান, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা মফিকুল হাসান তৃপ্তি।
বৈঠকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে তিনি বাহাদুরপুর ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম সাহেব আলী খানের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
উঠান বৈঠকে জননেতা মফিকুল হাসান তৃপ্তি বলেন,
“দেশনেতা তারেক রহমান দেশে ফিরবেন— আমরা ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং তাঁকেই বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।”
তিনি আরও বলেন,
“তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি হয়েছে। এতে যুবকদের কর্মসংস্থান, বেকার ভাতা, বৃদ্ধ ও বিধবাদের জন্য সহায়তা, নারীদের বিনামূল্যে শিক্ষা ও প্রশিক্ষণসহ সার্বিক কল্যাণমূলক পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।”
স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,
“মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে গ্রামীণ পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিককে শক্তিশালী করা হবে এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে।”
বাহাদুরপুর বাজারের উঠান বৈঠক শেষে তিনি শাখারীপোতা বাজারে দ্বিতীয় এক উঠান বৈঠকে অংশ নেন, যেখানে তিনি একইভাবে ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন এবং উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।
এছাড়াও তিনি সারা দিনব্যাপী বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং জনগণের হাতে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।