1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গুইমারায় পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন - নব দিগন্ত ২৪
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাণীশংকৈলে উত্থান একাদশী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত ডিমলায় পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে কাচা ধান কেটে নিয়ে গেল প্রতিপক্ষ রাজধানীতে ডিবি পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬ নেতাকর্মী আটক রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে আটক রাজধানীতে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ গ্রহণকারী কবিরহাট উপজেলা আওয়ামী লীগের নেতা আটক সিলেট থেকে নিখোঁজ হওয়া ৪ শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে উদ্ধার গুইমারায় নেই হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে স্মারকলিপি প্রদান, ভোগান্তির শেষ কোথায়— প্রশ্ন উপজেলাবাসীর বদরগঞ্জে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পৌর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাজধানীর মোহাম্মদপুরে যৌথ অভিযান: ককটেল ও পেট্রল বোমা তৈরির সরঞ্জাম সহ অপরাধী আটক বগুড়ায় রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন

গুইমারায় পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, (গুইমারা)
খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবিতে এলাকাবাসী ব্যাপক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় গুইমারা বাজারের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার তিন ইউনিয়ন—গুইমারা, হাফছড়ি ও সিন্দুকছড়ি—থেকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ হাজার মানুষ অংশগ্রহণ করেন।

২০১৫ সালে গুইমারা উপজেলা গঠনের পরও এখানে কোনো পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপিত না হওয়ায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। বর্তমানে সামান্য অসুস্থতার চিকিৎসার জন্যও রোগীদের যেতে হয় মানিকছড়ি বা খাগড়াছড়ি সদর হাসপাতালে, যা প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরে। ফলে অনেক সময় রোগীকে নিয়ে যাত্রাপথে ভোগান্তি ও প্রাণহানির ঘটনাও ঘটছে।

এছাড়া, উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন লাগলে দ্রুত উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম চালানো সম্ভব হয় না। ফলে ছোটখাটো অগ্নিকাণ্ডেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন বক্তারা।

সমাজসেবক মোঃ ইউসুফের উদ্যোগে এবং সাংবাদিক আলাউদ্দিন আরিফের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন—তিন ইউনিয়নের প্রতিনিধি আবুল বাশার, মাহবুব আলী ও জাহাঙ্গীর আলম; ধর্মীয় প্রতিনিধি স্বপন চক্রবর্তী ও মাওলানা ওসমান গনি; শিক্ষক প্রতিনিধি চাইরেপ্রু মারমা; সাংবাদিক মাঈন উদ্দিন বাবলু ও আব্দুল আলী; জনপ্রতিনিধি হরিপদ ত্রিপুরা ও আরমান হোসাইন; পেশাজীবী আবু বক্কর ও মাগফার হোসেন; এবং সমাজসেবক সাইফুল ইসলাম সোহাগ।

বক্তারা বলেন, গুইমারা এখন একটি গুরুত্বপূর্ণ উপজেলা—যেখানে জনসংখ্যা দিন দিন বাড়ছে, প্রশাসনিক কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি পার্বত্য অঞ্চলের কেন্দ্রীয় সংযোগস্থল হিসেবে এ অঞ্চলের গুরুত্বও বৃদ্ধি পেয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন অত্যাবশ্যক।

মানববন্ধনের শেষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর হস্তান্তরের ঘোষণা দেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট