
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই(নিঃ)/ বাবলা দাস, এসআই(নিঃ)/ মোঃ কামাল হোসেন, এএসআই(নিঃ)/ মোঃ আলী মিয়া সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং- ০৩/১১/২০২৫ খ্রিঃ তারিখ ১৭.৫০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ১২নং ফতেপুর ইউনিয়নের ২নং বাউলিয়া চাদপাড়া ওয়ার্ডের জয় স্টোরের সামনে হতে মোঃ কুদ্দুস আলী (২৬) এর কাধে থাকা কালো রংয়ের স্কুলব্যাগের মধ্যে ২০ (বিশ) টি নীল রংয়ের জিপারযুক্ত পলিথিনে রক্ষিত সর্বমোট ৩৫০০ (তিন হাজার পাঁচশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ওজন ৩৫০ গ্রাম, যার অবৈধ বাজারমূল্য অনুমান (৩০০X৩৫০০)= ১০,৫০,০০০/- (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা সহ গ্রেফতার করে। আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে যশোর জেলার একাধিক থানায় ০৪(চার)টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে।
এ সংক্রান্তে এসআই(নিঃ)/মোঃ কামাল হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়ের করে।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন।
আসামির নাম ও ঠিকানাঃ
১। মোঃ কুদুস আলী (২৬)
পিতা-মোঃ কাজল হোসেন
মাতা- মোছাঃ মরজিনা খাতুন
সাং- বড় আচড়া
ডাকঃ যাদবপুর
থানা- কোতোয়ালি
জেলা- যশোর।
উদ্ধারঃ
১। ৩৫০০ (তিন হাজার পাঁচশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ওজন ৩৫০ গ্রাম, যার অবৈধ বাজারমূল্য অনুমান (৩০০X৩৫০০)= ১০,৫০,০০০/- (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।