
জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ
মহান জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১০৪ খুলনা-৬ আসনে বিএনপি’র বহিরাগত প্রার্থী মনোনয়নের প্রতিবাদে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদ জাহিদ আল কাদির।
খুলনা-৬ আসনে বিএনপি’র মনোনয়নের এই সিদ্ধান্ত বিবেচনাবর্জিত। এই মনোনয়ন কয়রা-পাইকগাছার সাধারন নাগরিকদের বিরুদ্ধে অবজ্ঞা আর অপমানের। আওয়ামী লীগের হারিয়ে যাওয়া ভুল পথে বিএনপি চলতে শুরু করেছে। তিনি বলেন আমি বিএনপি’র এই সিদ্ধান্তের বিরুদ্ধে নীরব অভিমানে গুরুত্বহীন এই প্রতিবাদটুক জানাচ্ছি।
কারণ, রাজনৈতিক ক্যারিয়ার বলতে আমার কিছুই নেই, অভিলাসও নেই। পাইকগাছা কয়রার মনোনয়নপ্রত্যাশী কোন প্রার্থীর দলের বাইরে যেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ক্ষমতা বা জনপ্রিয়তা কোনটাই নেই। আমার কাছে শুধু আমার মায়ের ভোট ছাড়া নিশ্চিত কোন ভোট নেই তবু ঐ একটি মাত্র মানুষের সমর্থন নিয়ে এক বুক অভিমান আর বিএনপি’র এই জমিদারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাবো। অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারার অধিকার আদায়ের নামই তো রাজনীতি।
আমি আপনাদের মত এই জনপদের একজন নাগরিক এবং ভোটার। আমার নাম মাহমুদ জাহিদ আল কাদির,
আমার বাড়ি পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকায় আমি একজন সাধারণ পেশাজীবী। আমি আপনাদের একজন হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আল্লাহর কাছে সাহস ও আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি।
আমি ভোট চাইবো না, আমি এই পবিত্র মাটির পূর্বসূরীদের উজ্জ্বল ইতিহাসের প্রতি সম্মান জানাতে বলবো বিএনপিকে। আমাদের গৌরবময় ইতিহাসকে উপেক্ষা করে এই মাটির সন্তানদেরকে অনুপযুক্ত মনে করে ভিন্ন অঞ্চলের মানুষকে মনোনয়ন দেওয়ায়, প্রতিবাদস্বরূপ আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে খুলনা-৬ আসনে নির্বাচন করার জন্য আপনাদের কাছে দোয়া চাই।
আমি কোনদিন ভোট চাইবো না। ভোট আপনার অধিকার, স্বাধীনভাবে প্রয়োগ করবেন। পাইকগাছা-কয়রার আপামর মানুষের ভেতর থেকে জনপ্রতিনিধি হবে এটা এই মাটির সন্তানদের অধিকার, এটাই আমার স্বতন্ত্র নির্বাচন করার মৌলিক উদ্দেশ্য।