
মোঃমামুন
ডিমলা নীলফামারী প্রতিনিধি
কৃষকের ক্ষেতের ধান জোরপূর্বক কেটে নিয়ে গেল প্রতিপক্ষ।ঘটনাটি ঘটেছে
নীলফামারীর ডিমলা উপজেলা ঝুনাগাছ চাপানী ইউনিয়ন চাকলাপাড়া নামক গ্রাম।
জমির মালিক আফতাব উদ্দিন এর ছেলে আব্দুল মজিদ ডিমলা থানায় হাজির হয়ে, শরতুল্লাহর ছেলে সামছুল হক ও তফিল উদ্দিন, সামছুল হকের ছেলে ফারুক হোসেন, থফছের খলিফার ছেলে জবারুল হকও জমসের আলী সহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে
একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে উল্লেখিত ধানের মূল্য আট হাজার আটশত টাকা ও খড়ের মূল্য এক হাজার পাঁচ শত টাকা। বাদী পক্ষ আব্দুল মজিদ, আফতার আলী সহ আরও অনেকে ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে অপরাধিদের আইনের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।অভিযুক্ত সামছুল হক বলেন কোন দলীয় নেতাকর্মীর সহযোগিতা ছাড়ায় আমার ক্ষেতের ধান আমি কেটে নিয়ে এসেছি।
এবিষয় ডিমলা থানা কর্মরত এস আই সাগর মহান্ত বলেন সংশ্লিষ্ট থানায় অভিযোগ করলে ভালো হয়।