
মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।
ইতালিতে নির্মমভাবে খুন হওয়া মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের যুবক সাগর বালা (২৪)-এর মরদেহ দীর্ঘ দুই মাস পর দেশে পৌঁছেছে। শুক্রবার বিকেল তিনটার দিকে মরদেহবাহী গাড়িটি সাগরের গ্রামের বাড়ির সামনে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকা শোকে ভেঙে পড়ে।
স্থানীয়রা জানান, গাড়ি থেকে মরদেহ নামানোর মুহূর্তে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। গ্রামের মানুষের স্রোত পড়ে নিহত সাগরকে শেষবার এক নজর দেখার জন্য। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ির উঠানে নিয়ে যান।
পরিবার সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় প্রায় আড়াই বছর আগে সাগর বালা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যান। সেখানে একটি রেস্টুরেন্টে দুই বছর ধরে কাজ করছিলেন তিনি। গত সেপ্টেম্বরে হঠাৎ নিখোঁজ হয়ে পড়েন এ যুবক।
নিখোঁজ হওয়ার কয়েকদিন পর বাংলাদেশ সময় ২৩ সেপ্টেম্বর দুপুরে ইতালির পুলিশ পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকা থেকে একটি কালো ব্যাগের ভেতর সাগরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হয়।
নিহত সাগর বালা পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে ছিলেন। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা ও মা। শোকে ডুবেছে পুরো গ্রাম।
পারিবারিকভাবে সাগর বালার মরদেহের সৎকারের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পরিবার।