
জিল্লুর রহমান (খুলনা) প্রতিনিধি:
খুলনার দাকোপ উপজেলায় ভূয়া সীমানা পিলার কেনা–বেচা চক্রের দুই সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার রাত ৯টার দিকে পানখালী ইউনিয়নের খোনা খেয়াঘাট এলাকায় তাদের আটক করে দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমানা পিলার কেনাবেচার সঙ্গে জড়িত একটি চক্র পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই এলাকায় অবস্থান নেয়। রাতের অন্ধকারে তাদের মাঝে ভূয়া পিলার এবং ফটোকপি করা কাগজের টাকা বিনিময় চলছিল। এ সময় টাকা–পয়সা নিয়ে তাদের মধ্যে বিরোধ বাঁধলে আওয়াজ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।
পরে পরিস্থিতি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী দু’জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক ব্যক্তিরা হলেন—দাকোপের শ্রীনগর গ্রামের মৃঃ কালাচান গাজীর ছেলে রাশেদ গাজী (৫০) এবং সুতারখালী গ্রামের মনিরুল গাজীর ছেলে মাজেদ গাজী (৩৪)।
দাকোপ থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাদের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের ধারণা, তারা একটি বড় প্রতারণা চক্রের সদস্য এবং এ ঘটনায় আরও জড়িত থাকতে পারে। তদন্ত চলছে।