
মনা নিজস্ব প্রতিনিধিঃ দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (০১-১২-২০২৫ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান ০১:
চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্থলবন্দরে কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য আমদানি করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় প্রতীয়মান হয় যে আমদানিকৃত Imitation Jewellery পণ্যের ক্ষেত্রে সরকার নির্ধারিত প্রতি কেজিতে ৫.০০ (পাঁচ) মার্কিন ডলার শুল্ক আরোপের বিধান থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তারা যোগসাজশের মাধ্যমে ২.০০ থেকে ৩.০০ মার্কিন ডলার হারে শুল্ক আরোপ করেছেন। ফলে সরকারের প্রাপ্য বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে। নথিপত্রসমূহ বিস্তারিতভাবে পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
অভিযান ০২:
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, বগুড়া হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলে সেবা প্রদানের বাস্তব পরিস্থিতি যাচাই করে। পাশাপাশি রেজিস্টারসমূহ, ডাক্তার ও নার্সদের হাজিরা বই এবং অন্যান্য নথিপত্র পরীক্ষা করা হয়। অভিযানকালে অনুমোদিত পদের তুলনায় ডাক্তার ও কর্মচারির সংকট লক্ষ্য করা যায়। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
অভিযান ০৩:
জেলা হিসাবরক্ষণ অফিস, সুনামগঞ্জ -এর কর্মকর্তাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর পেনশন ফাইল আটকে ঘুস দাবি এবং দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, সিলেট হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে টিম কর্তৃক অভিযোগকারী সড়ক ও জনপথ অধিদপ্তরের গাড়িচালকের পেনশন সংক্রান্ত অভিযোগের সংশ্লেষে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়। এছাড়া অন্যান্য সেবা হিসাব পরিশোধ সংক্রান্ত নথিও যাচাই করা হয়। সংগৃহীত নথিপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
এনফোর্সমেন্ট_টিম_অভিযান