1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
৬ ভারতীয় পাসপোর্টধারী বেনাপোল স্থল বন্দরে ভ্রমণ কর জালিয়াতির অভিযোগে আটক - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
শ্বাসরুদ্ধকর অভিযানে জীবননগর হতে অপহৃত ভিকটিম যশোর ঝিকরগাছা থানাধীন হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামের নির্জন জায়গায় থেকে উদ্ধার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় বৃদ্ধ আটক বগুড়ায় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার ডিমলায় ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণের শুভ উদ্ভোদন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ বিএনপির সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম শুধু যশোরের নেতা না তিনি বাংলাদেশের নেতা – মফিকুল হাসান তৃপ্তি ফরিদপুর বোয়ালমারী উপজেলায় ২টি ফিলিং স্টেশনে বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযান ১ টি প্রতিষ্টানকে ২০,০০০ টাকা জরিমানা দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে কুমিল্লা কর্তৃক অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় বগুড়ায় ধানক্ষেতে ব্যবসায়ী জহুরলের মরদেহ উদ্ধার গুইমারায় নেই হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে স্মারকলিপি প্রদান, ভোগান্তির শেষ কোথায়— প্রশ্ন উপজেলাবাসীর

৬ ভারতীয় পাসপোর্টধারী বেনাপোল স্থল বন্দরে ভ্রমণ কর জালিয়াতির অভিযোগে আটক

জি এম সপ্না
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

মনা যশোর শার্শা প্রতিনিধিঃ
বেনাপোল স্থল বন্দরে ভ্রমণ কর জালিয়াতির অভিযোগে আটক হয়েছেন ভারতীয় ছয় পাসপোর্টধারী। তবে পরবর্তীতে আর এ ধরনের অপরাধ করবেন না- এমন মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিয়েছে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বেনাপোল পোর্ট থানার পুলিশ ছয়জনকে আটক করে কাস্টমসের কাছে সোপর্দ করে। পরে অভিযুক্তরা শাস্তি হিসেবে দ্বিগুণ হারে ভ্রমণ কর (প্রত্যেকে দুই হাজার টাকা) দিয়ে ছাড়া পান।

তারা হলেন কলকাতার আহম্মেদ মুসাইন, সগির হোসেন, জিন্নাত খাতুন, রেশমা খাতুন, নুদরাত আরা ও পারভিন শাহিন।

অভিযুক্তরা জানান, তারা ভারত থেকে বিভিন্ন পণ্য এনে বাংলাদেশে বিক্রি করেন। গতকাল বুধবার তারা আকাশপথে বাংলাদেশে এসেছিলেন। আজ বেনাপোল বন্দর দিয়ে ভারতে ফিরছিলেন। ভ্রমণ করের জাল রসিদ তাদের কলকাতা থেকে একজন পাঠিয়েছেন। সীমান্ত পার হওয়ার সময় কাস্টম রসিদ পরীক্ষা করলে তারা ধরা পড়েন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, পুলিশ চেকপোস্টে নিয়মিত টহলের সময় সন্দেহ হলে ওই পাসপোর্টধারীদের নিয়ে কাস্টমসে যাওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা করে ভ্রমণ করের রসিদগুলো জাল বলে নিশ্চিত করা হয়। পরে কাস্টমস কর্তৃপক্ষ যাত্রীদের নতুন করে কর কেটে ভারতে পাঠায়।

এদিকে স্থল বন্দর সূত্রে জানা গেছে, পাসপোর্টধারীদের ভ্রমণ করের রসিদ সঠিক কি না তা পরীক্ষার জন্য বেনাপোল চেকপোস্ট কাস্টমসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে নির্দিষ্ট কারও তদারকি নেই। ফলে প্রায়ই ঘটছে কর ফাঁকির ঘটনা। এ ছাড়া অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না থাকায় সরকার রাজস্ব হারাচ্ছে। ইতঃপূর্বেও একাধিকবার কর ফাঁকির অভিযোগে ভারতীয় কয়েকজনকে আটক করা হয়েছিল। তবে তাঁদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি বন্দর কর্তৃপক্ষ।

এ বিষয়ে বেনাপোল বন্দরের উপপরিচালক মো. সজিব নাজির বলেন, বেনাপোল চেকপোস্টে ভ্রমণ কর জালিয়াতির একটি শক্তিশালী চক্র দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। এ ধরনের একটি গোপন সংবাদ আমাদের কাছে আছে। বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি।

যোগাযোগ করা হলে বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া বলেন, ভ্রমণকর জালিয়াতি চক্র ধরা পড়লেও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের অপরাধ বন্ধ হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট