হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁওয়ে প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার হাটে ২০২৫ সালের অর্থ বছরের নির্ধারিত অতিরিক্ত টোল বাতিল করে পূর্বের দর বহাল রাখার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় জনতা। শনিবার দুপুরে কাতিহার হাট সংলগ্ন পাঁকা সড়কে এই ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এতে বক্তব্য দেন, রানীশংকৈল উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক মানিক হোসেন, ইউনিয়ন বিএনপির সহ – সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী, বাচোর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল কুদ্দুস, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি পারভেজ হাসান সহ আরো অনেকে। বক্তারা বলেন, কাতিহার হাটে আগে গরু প্রতি টোল ছিল ২৩০ টাকা বর্তমান তা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা যা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। সেই সাথে ছাগল,হাস, মুরগি সহ সব টোলের দর দ্বিগুণ করা হয়েছে সেগুলো বাতিল করে পূর্বের দর বহালের দাবি জানান তারা।