মো: পারভেজ সেখ
ক্যাম্পাস প্রতিনিধি,বেরোবি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সহকারী রেজিস্ট্রার ও প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল ইসলাম রাসেলকে বিস্ফোরক দ্রব্যাদি আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ মে) গভীর রাতে রংপুর নগরীর শাপলা এলাকার গোণেশপুর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোসাদ্দেকুল ইসলাম।
২০২৪ সালের ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সময় রংপুর শহর থেকে একটি ছাত্র মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে, সেখানে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা যায়, রাফিউল ইসলাম রাসেল আন্দোলনরত ছাত্রদের লক্ষ্য করে গুলি চালাতে পুলিশ ও অস্ত্রধারী ছাত্রলীগ কর্মীদের উসকানি দিচ্ছেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্ফোরক দ্রব্যাদি আইন, ১৯০৮-এর ৩(ক) ধারায় একটি মামলা দায়ের করে। মামলায় রাসেলের নাম উল্লেখ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ জানান, “তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত হিসেবে নাম আসায় রাফিউল ইসলাম রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য, আলোচিত আবু সাঈদ হত্যা মামলাতেও তার নাম রয়েছে।”
উল্লেখ্য, ৭ মে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়াসহ ৭১ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে অভিযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে সহকারী রেজিস্ট্রার মোক্তারুল ইসলামকেও ওই মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মো: পারভেজ সেখ
ক্যাম্পাস প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর
মোবাইল : 01576736026