মনা যশোর প্রতিনিধিঃ শার্শা (যশোর)
১৪ মে: আগামী ১৭ই মে অনুষ্ঠিতব্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশকে সফল করার লক্ষ্যে শার্শা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এক প্রস্তুতি সভা ও প্রচার মিছিলের আয়োজন করা হয়। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা শাখার সদস্য সচিব জনাব আনসারুল হক রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব মুস্তাফিজ্জোহা সেলিম। বক্তারা আগামী ১৭ মে’র সমাবেশে সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ইতোমধ্যে মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন এবং এ সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরে একটি প্রচার মিছিল শার্শা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে