1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বালিয়াডাঙ্গী কবরের পাশে খায়রুনের হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার। - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ (প্রতারণাকৃত) মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার আঃ লীগে কার্যালয় দখলে ২৪ ঘণ্টার মধ্যে ভুল স্বীকার জুলাই যোদ্ধাদের। রাজধানীর লালবাগ থানা পুলিশের অভিযানে মোবাইলের দোকানে তালা ভেঙে চুরি; মোবাইল, নগদ টাকা ও চুরির সরঞ্জামসহ দুই চোর আটক। খাগড়াছড়ি জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আইবিডিসিডব্লিউজি-তে ডিএমপির বোম্ব ডাটা সেন্টারের এর বার্ষিক সম্মেলন ও পূর্ণ সদস্যপদ লাভ। মোহাম্মদপুর থানা পুলিশের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান; আটক- ১৩। রাজধানী দক্ষিণখান থানাধীন কসাইবাড়ী প্রতারক চক্রের খপ্পরে দুই অনলাইন শাড়ী ব্যবসায়ী; জামদানি শাড়ী উদ্ধারসহ প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার। বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরীর বিভিন্ন সরঞ্জামসহ সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। আশা সমিতি ম্যানেজার ৪৪ লাখ টাকা নিয়ে পলাতক। ১৬ লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি এলেক্স কাল্লুকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ।

বালিয়াডাঙ্গী কবরের পাশে খায়রুনের হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার।

উৎসবের আলো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের প্রতিধিনিঃ হাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় কবরের পাশে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় র‍্যাবের চৌকস অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ মে) ভোরে দিনাজপুর ও ঢাকার দুটি ভিন্ন স্থানে অভিযান চালিয়ে র‍্যাব-১৩ এবং র‍্যাব-৪ এর যৌথ দল ৩ জন কে আটক করে। র‍্যাব-১৩–এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ।
গ্রেফতারকৃতরা হলেন– মো. শফিকুল ইসলাম (৪৯), মোছা. ফরিদা বেগম (৪৫) এবং মো. ওমের আলী (৪৯)। এই ৩ জনই বালিয়াডাঙ্গী উপজেলার দুওসু ও সনগাঁও চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা। র‍্যাব সূত্রে প্রাপ্ত তথ্যানুসারে, নিহত খাইরুন নাহারের (২৬) প্রায় আট বছর আগে মো. তাজমুল হকের (৩৩) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে, তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান না থাকায় তাজমুলের পরিবার ও আত্মীয়স্বজন তাকে দ্বিতীয় বিবাহের জন্য চাপ দিতে শুরু করে। এই পরিস্থিতিতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই কলহ লেগে থাকত। এই বিরোধের জের ধরেই গত ২১ এপ্রিল সকাল আনুমানিক ৮টার দিকে খাইরুন নাহারের নিথর দেহ তার স্বামীর বাড়ির প্রায় দুইশ গজ দক্ষিণে একটি বাঁশঝাড়ে, তাজমুলের পিতার কবরের পাশে পাওয়া যায়। তার হাত ও পা বাঁধা ছিল। এই ঘটনায় নিহত খাইরুন নাহারের পিতা বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকালে র‍্যাব নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে অভিযুক্তরা বিভিন্ন স্থানে আত্মগোপন করে আছে। এরই ধারাবাহিকতায়, গত ১৪ মে ভোররাতে র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি সুদক্ষ দল দিনাজপুর সদর উপজেলার মোহনপুর রাবার ড্যাম এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শফিকুল ইসলামকে আটক করে।
এর পরপরই, ভোর ৫ টার দিকে র‍্যাব-৪ এর সহায়তায় ঢাকার শাহআলী থানার উত্তর বিশিল এলাকায় আরেকটি সফল অভিযান চালানো হয়। এই অভিযানে ফরিদা বেগম ও তার স্বামী ওমের আলীকে গ্রেপ্তার করে । র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ৩ জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট