মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২০ লক্ষাধিক টাকা মূল্যের ২০৫ গ্রাম হেরোইনসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতের নাম- মোঃ খোরশেদ (৪৭)।
রবিবার (২৫ মে ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ০৫:৪৫ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন মিরপুরগামী রোডের অনুরাগ হোটেলের উত্তর পাশে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, রবিবার বিকেলে সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মোহাম্মদপুর থানাধীন মিরপুরগামী রোডের অনুরাগ হোটেলের উত্তর দিকে কয়েকজন মাদক কারবারি মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে টিমটি সেখানে অভিযান পরিচালনা করে মোঃ খোরশেদকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১৫০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের ওজন ২০৫ গ্রাম ও আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। এসময় তার সাথে থাকা মোঃ আদিল ও ফাইজারসহ কয়েকজন মাদক কারবারি কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত খোরশেদ ও পলাতক ব্যক্তিরা হেরোইন ক্রয় বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলো বলে স্বীকার করেছে। খোরশেদ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।