1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সৈয়দপুরে নারী উদ্যোক্তা সিফাত এনাম এর উদ্যোগে মতবিনিময় এবং শতাধিক দক্ষ নারী উদ্যোক্তাদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া আদমদীঘিতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বগুড়ায় হত্যা-অস্ত্র-মাদকসহ একাধিক মামলার আসামি হযরত আলী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি । সরকারি ভেটেরিনারি হাসপাতালে বিনামূল্যে সেবার বদলে টাকা দাবি: হতাশায় কৃষক যশোর বেনাপোলে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি: জাল মেনিফেস্টের কাগজ ব্যবহার করে কসমেটিকস ও ফেব্রিক্সের চালান পাচার ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা ও সহমর্মিতা আমাদের সম্প্রীতির মূল চাবিকাঠি রাজধানী শাহজাহানপুর থানা পুলিশের কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার আটক-৩ ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত এসআই (নিরস্ত্র) ফেরদৌস আলী এবং এসআই (সশস্ত্র) মোঃ আঃ মজিদ মিয়াকে র‌্যাংক ব্যাচ পরিধান ঢাকা জেলার পুলিশ সুপার কার্যালয়ে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তির ক্রেস্ট, সম্মানি ও সার্টিফিকেট বিতরণ শুরু হয়েছে “জুলাই স্মৃতি ডিএনসিসি কাপ ২০২৫” এর টিম রেজিষ্ট্রেশন 📝

সৈয়দপুরে নারী উদ্যোক্তা সিফাত এনাম এর উদ্যোগে মতবিনিময় এবং শতাধিক দক্ষ নারী উদ্যোক্তাদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

উৎসবের আলো
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি,

নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন ক্যাটাগরীর শতাধিক দক্ষ নারী উদ্যোক্তাদের মত বিনিময় ও অংশগ্রহণে ‘নারী উদ্যোক্তা মিলনমেলা’ অনুষ্ঠিত হয়।
নারী উদ্যোক্তা সিফাত এনামের উদ্যোগে সোমবার (২ জুন) বিকেলে শহরের বিমানবন্দর সড়কের ফুড পার্কে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নারীদের মধ্যে অনলাইন বিজনেস, বিউটিশিয়ান, কেক ম্যাকার, টেলারিং, মেহেদী ডিজাইনার, কাপড় ডিজাইনার, কনটেন্ট ক্রিয়েটরসহ নারীদের বিভিন্ন পর্যায়ের শতাধিক উদ্যোক্তা এতে অংশগ্রহণ করেন।

নারীদের নিজ পায়ে দাড়াতে, নিজ উদ্যোগে স্বাবলম্বী হতে, অর্থনৈতিক মুক্তি, টেকসই উন্নয়ন, মানবসম্পদ ও আত্মকর্মসংস্থানে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে এ মতবিনিময় ও উদ্যোক্তা মিলনমেলার আয়োজন বলে জানান নারী উদ্যোক্তা সিফাত এনাম।

অনুষ্ঠানে একে একে নিজ নিজ সাফল্যের গল্প শোনান নারী উদ্যোক্তা সাইয়েদা তামান্না, কোহিনুর লিপি, শিউলী বেগম, আহমেদা ইয়াসমিন ইলা, নাজনীন চৈতী, সামিয়া, লুবনা, রোশনী, শিরিন শিতল, ফাতেমা আক্তার ফাইমা, নুসরাত জাহান, মাদিহা জান্নাত, শাম্মী, রুনা রহমান, মুনতাহা জান্নাত, নাজমুন নাহার, শেলী, কাণিজ ফাতেমা, জান্নাতি, আঁখি, সাজিয়া আফরিন, রাজিয়া খাতুন সহ আরও অনেকে।

অংশ নেওয়া নারী উদ্যোক্তা ও বিউটিশিয়ান চৈতী বলেন, বর্তমান সময়ে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক বাধা পেরিয়ে নারীরা আজ সমাজে মর্যাদার স্থানে প্রতিষ্ঠিত হতে সর্বদা সচেষ্ট। নারীরা স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল হতে পারছে এখন। বাংলাদেশের অগ্রযাত্রায় নারীদের অবদান অনস্বীকার্য। শিক্ষানগরী ও ব্যবসায়ীক শহর সৈয়দপুরেও বর্তমান সময়ে অনেক নারী আজ তাদের শিক্ষা, প্রশিক্ষণ ও সৃষ্টিশীল কর্মের সর্বোত্তম প্রয়োগের মাধ্যমে নিজেদের সফল নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন।
অনুষ্ঠানে সবাই ঘরোয়া আমেজে আনন্দ করেছি। অত্যন্ত উপভোগ্য ও প্রাণবন্ত অনুষ্ঠান হয়েছে, যেখানে সবার সহযোগীতা ছিল। ভবিষ্যতে এমন আয়োজন আরও বড় পরিসরে হোক বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নারী মিলনমেলা ও মতবিনিময় সভার উদ্যোক্তা সিফাত এনাম জানান, সারা দেশের ন্যায় সৈয়দপুরেও নারী উদ্যোক্তার হার ক্রমান্বয়ে বাড়ছে। বিশেষ করে ব্যবসায় নারী উদ্যোক্তাদের সম্পৃক্ততায় দেশে অর্থনৈতিক অনেকটাই সচল। এর জন্য নারীর অবদানকে অস্বীকার করার কোনো অবকাশ নেই। পুরুষের পাশাপশি নারী উদ্যোক্তারা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতেই নিজেদের আয়ের পথ হিসেবে কেউ বেছে নিয়েছেন অনলাইন ব্যবসা,কেউ বিউটিশিয়ান, কেউ সুস্থ কনটেন্ট ক্রিয়েট, কেউ কেক ম্যাকারসহ আরও অনেক কিছু। একটা সময ফেসবুক শুধুই একটা যোগাযোগ মাধ্যম ছিল, যেখানে অনেক পুরোনো বন্ধু খুঁজে পাওযা যেতো। কিন্তু বর্তমান সময়ে ফেসবুক উদ্যোক্তাদের জন্য একটি জনপ্রিয় মাধ্যম হয়ে দাড়িযেছে। এখন ফেসবুকের মাধ্যমে নারী উদ্যোক্তারা পণ্য বেচাবিক্রি করতে পারছেন। আর এরুপ নারীদের উৎসাহ দিতেই আমাদের এই আয়োজন।
এরপর অনুষ্ঠিত আলোচনা সভা শেষে নারী উদ্যোক্তাতের ক্রেস্টা সম্মাননা দিয়ে উৎসাহিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট