মাদারীপুর জেলা প্রতিনিধি, মোঃ নাজমুল শেখ।
মাদারীপুর জজ কোর্ট চত্বরে আজ দুপুর ৩ টার সময় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে একপক্ষের ওপর কিশোর গ্যাং সদস্যদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো আদালত এলাকা একসময় আতঙ্কের পরিবেশে পরিণত হয়। আহত দুলাল ফকির, রাজৈর উপজেলার, বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, শহরের এলাকার বাসিন্দা মোঃ আইয়ুব আলি ও তার পরিবারের সদস্যরা জমি সংক্রান্ত মামলার শুনানির জন্য আদালতে আসলে, পূর্ব পরিকল্পিতভাবে একদল যুবক তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে অধিকাংশই ভারতে খুনি এবং স্থানীয়ভাবে দাগি সন্ত্রাসী হিসেবে পরিচিত।
এ ঘটনায় গুরুতর দুলাল ফকির (৩৮) আহত হয়ে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানা গেছে। আহতদের পরিবার দাবি করেছেন, হামলাকারীরা প্রভাবশালী একটি চক্রের হয়ে কাজ করছে এবং দীর্ঘদিন ধরেই তারা তাকে খুন করার উদ্দেশ্য খবর রেখেছেন। আজকে দুলাল ফকিরের একটি মামলার হাজিরা দেওয়ার তারিখ ছিলো, আর এটাই তার জীবনের কল হয়েছে।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ওসি বলেন, আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে- অপরাধী যেই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই সন্ত্রাসী গ্যাংয়ের এই দাপট ও অনৈতিক কার্যকলাপ ও সহিংসতা ভবিষ্যতে আরও বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।