মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর উপজেলার, বাজিতপুর ইউনিয়নের, এক হিন্দু পরিবারের ১৬ বছর বয়সী মেয়ের বিয়ে নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কম বয়সে বিয়ে হওয়া সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ না করায় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় যখন স্থানীয় এক সাংবাদিক বিষয়টি তদন্ত করে জানতে চাইলে, সংশ্লিষ্ট রাজৈর থানার তদন্ত ওসি, হরিদাস উল্টো রাগান্বিত প্রতিক্রিয়া দেখান। সাংবাদিকের প্রশ্ন ছিল, “১৬ বছর বয়সী মেয়ের বিয়ের ক্ষেত্রে চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?” – এই প্রশ্নেই ক্ষিপ্ত হন তিনি।
স্থানীয়রা বলছেন, “আইন শুধু কাগজে-কলমে? বাস্তবে প্রয়োগ হয় না কেন?”
একজন শিক্ষক মন্তব্য করেন, “একদিকে বলা হচ্ছে বাল্যবিবাহ প্রতিরোধ করা হবে, অন্যদিকে প্রশাসন চুপচাপ থেকে এসব বিয়েকে প্রকারান্তরে বৈধতা দিচ্ছে।”
এই ঘটনায় ওসির প্রতিক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। সাংবাদিকদের একাংশ বলছে, “একজন পেশাদার সাংবাদিক প্রশ্ন করলেই যদি তাকে হুমকি বা তিরস্কারের মুখোমুখি হতে হয়, তাহলে গণমাধ্যমের স্বাধীনতা কোথায়?”
এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় মানবাধিকার কর্মীরা বলছেন, এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।