জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা: খুলনা জেলার কয়রা উপজেলার গোবরা গ্রামের চরে গড়ে উঠেছে এক নতুন পর্যটন সম্ভাবনা। আজ আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পিং সাইট ও টুরিস্ট স্পটের শুভ উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাসসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সুশীল সমাজের সদস্যরা।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই চর এলাকাটি এখন থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। নদী, সবুজ প্রান্তর ও উন্মুক্ত আকাশের মাঝে ক্যাম্পিং করার এক নতুন অভিজ্ঞতা লাভ করতে পারবেন আগত দর্শনার্থীরা।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন,
“স্থানীয় পর্যটন উন্নয়নের মাধ্যমে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, তেমনি দেশের মানুষের ভ্রমণ অভিজ্ঞতাও হবে আরও সমৃদ্ধ। আমরা চাই, এই এলাকা একটি পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠুক।”
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং পর্যটন কেন্দ্রটির রক্ষণাবেক্ষণে সহায়তা করার আশ্বাস দিয়েছেন।