জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ
খুলনার কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকায় বনবিভাগের বিশেষ অভিযানে বি:ষ:যুক্ত চিংড়ি মাছসহ একটি নৌকা আটক করা হয়েছে। মঙ্গলবার রাতের আধারে সন্দেহভাজন একটি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ২ মণ চিংড়ি মাছ, বিষ প্রয়োগে মাছ ধরার উপকরণ এবং ব্যবহৃত জাল জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় বনবিভাগের টহল দল। আটক নৌকার সঙ্গে থাকা ব্যক্তিরা অন্ধকারের সুযোগে পালিয়ে গেলেও বন প্রহরীরা মাছ ও সামগ্রী জব্দ করে বন অফিসে নিয়ে আসে।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তা। তারা বলেন, বিষ দিয়ে মাছ ধরা সম্পূর্ণ অবৈধ ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। অভিযানে ব্যবহৃত সামগ্রী ধ্বংস এবং মাছগুলো যথাযথ নিয়মে ধ্বংস করা হবে।