মনা নিজস্ব প্রতিনিধিঃ
অভয়নগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ)/ আশিকুর রহমান সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম ইং-০৮/০৭/২০২৫খ্রিঃ সকালে অভিযান পরিচালনা করে অভয়নগর থানার মামলা নং-০৬, ইং ০৮/০৯/২০২৫ খ্রিঃ, এজাহার নামীয় আসামী মোঃ সিফাত (৪০), কে অভয়নগর থানাধীন বুইকারা এলাকায় তার ভাড়া বাসা হতে গ্ৰেফতার করে এবং একই দিন বিকালে আসামি শাহিনুর রহমান(৩৬), কে নড়াইল লোহাগাড়া থানাধীন এড়েন্দা এলাকা হতে গ্ৰেফতার করে। এসময় তাদের দেখানো মতে নড়াইল ও অভয়নগর এলাকা হতে চোরাইকৃত মালামাল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আসামি সিফাত নড়াইল জেলার নড়াগাতী থানাধীন বাওসোনা গ্ৰামের মোহাম্মদ ফকিরের ছেলে, সে অভয়নগর থানাধীন বুইকারা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো। অপর আসামি শাহিনুর রহমান নড়াইল জেলার লোহাগড়া থানাধীন পদ্মবিলা গ্ৰামের মৃত রাজা মিয়ার ছেলে।
আসামি সিফাতের পিসিপিআর পর্যালোচনায় দেখা যায় তার নামে বিভিন্ন থানায় সর্বমোট ছয়টি মামলা রয়েছে।
এসংক্রান্তে গ্ৰেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।