মনা নিজস্ব প্রতিনিধিঃ
গত ১৫/০৭/২০২৫ খ্রিঃ সময় সকাল অনুমান ১১.০০ ঘটিকায় মোঃ নিঝুম হোসেন (২২) পরিকল্পিতভাবে মোঃ রায়হান হোসাইন (২৩)কে ফোন করে কৌশলে তার সহিত সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় দেখা করার জন্য বলে। তার প্রেক্ষিতে মোঃ রায়হান হোসাইন একই তারিখ রাত্রি অনুমান ০৯.০০ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় সাকিনস্থ ফাইভওয়ে কমিউনিটি ও ইভেন্ট ম্যানেজমেন্ট কলেজের মেইন গেটের সামনে রাস্তার উপর মোঃ নিঝুম হোসেন (২২) এর সহিত দেখা করে । পরবর্তীতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১। মোঃ নাজমুল হোসেন (২৫) ২। কাউসার (২৫)-সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন সঙ্ঘবদ্ধভাবে মোঃ রায়হান হোসাইনকে জোরপূর্বক অপহরণ করে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় সাকিনস্থ ফাইভওয়ে কমিউনিটি সেন্টারের স্টোর রুমের ভিতরে নিয়া আটক করে রাখে। তারপর আসামিরা মুক্তিপণ বাবদ ভিকটিমের নিকট হতে নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা দাবি করে। তখন ভিকটিম আসামিদের দাবিকৃত উক্ত টাকা প্রদানে অস্বীকার করলে আসামিরা তাকে এলোপাথাড়িভাবে মারপিট করে। আসামিদের ভয়ে ভিকটিম মোঃ রায়হান হোসাইন এর সাথে থাকা নগদ ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা মুক্তিপণ বাবদ আসামিদের প্রদান করে। অতঃপর আসামিরা অবশিষ্ট টাকার জন্য তাকে মারপিট করতে থাকলে ভিকটিম বিষয়টি তার বাবা, মামা নোমান হোসেন ও মামাতো ভাই স্বপন’দের অবশিষ্ট টাকা পাঠানোর জন্য বলে। তারা ভিকটিমের কথামতো আসামিদের দাবীকৃত মুক্তিপণের অবশিষ্ট টাকা সংগ্রহের চেষ্টায় থাকার একপর্যায়ে তারা জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে থানা হতে এএসআই (নিঃ)/গৌরাঙ্গ মঙ্গল সঙ্গীয় ফোর্স ও মামা নোমান হোসেন ও মামাতো ভাই -স্বপন’সহ বর্ণিত স্থানে পৌঁছিয়ে আসামীদের হেফাজতে হতে ভিকটিমকে উদ্ধার করেন ও উপরোক্ত আসামিদের আটক করেন। এসময় ৩নং আসামি কাউসার (২৫)- সহ অজ্ঞাতনামা আসামিরা কৌশলে পালিয়ে যায়। আটককৃত আসামিরাসহ পলাতক আসামিরা সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ঢাকা-চিটাগাং রোড গামী বিভিন্নস্থান হতে যাত্রীসহ বিভিন্ন সহজ সরল মানুষদের কৌশলে অপহরণ করে মুক্তিপণ বাবদ নগদ আদায় করাসহ ছিনতাই করে থাকে মর্মে প্রকাশ পায়। এ ঘটনায় ভিকটিম মোঃ রায়হান হোসাইন (২৩) এর সংবাদের প্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।