মনা নিজস্ব প্রতিনিধিঃ
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ শরীফ এর নেতৃত্বে কর্ণফুলী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং ২২/০৭/২০২৫ খ্রিঃ তারিখ কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউপিস্থ কর্ণফুলী নতুন উপজেলা পরিষদের গেইট এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতির কালে আসামী ০১। মোঃ আব্দুল হামিদ প্রঃ হালিম(২৪), পিতা-মোঃ নুরুজ্জামান, মাতা-ছালমা খাতুন প্রঃ ছালমা বেগম, সাং-জিরি, সুবেদার বাড়ী, ০৫নং ওয়ার্ড, ০৭নং জিরি ইউপি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ সাজেদুর রহমান সজিব(২২), পিতা-আব্দুর রহমান প্রঃ রকি, মাতা-রাশেদা বেগম প্রঃ রাসু, সাং-২০ এ বি দাশ লেইন, ফিরিঙ্গী বাজার হাজী কলোনী, রশিদ মিস্ত্রীর বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-খোয়াজনগর, ০৪নং ওয়ার্ড, হাসমত আলী বিল্ডিংয়ের ২য় তলার ভাড়াটিয়া, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম, ০৩। নুর আলম প্রঃ শাহীন(১৯), পিতা-মৃত শামসুল আলম, মাতা-রাজিয়া বেগম, সাং-কুতুপালং, ০৯নং ওয়ার্ড, পূর্ব পাড়া, সলেমান হাজীর বাড়ী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-চরলক্ষ্যা, গাউছিয়া মাদ্রাসার সামনে, জাফর মেম্বারের বাড়ী, মিন্টুর ভাড়াঘর, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম, ০৪। নেজাম উদ্দিন প্রঃ রেজোয়ান(১৯), পিতা-মৃত জানে আলম, মাতা-পারভীন আক্তার, সাং-চরলক্ষ্যা, গাউছিয়া মাদ্রাসার সামনে এজাহার মিয়ার বাড়ী, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম দেরকে গ্রেফতার করেন। আসামীদের কর্ণফুলী থানার মামলা নং-১৯, তারিখ-২২/০৭/২০২৫খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু হয়েছে।