মনা যশোর প্রতিনিধিঃ
বেনাপোল কাস্টমস হাউসে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খাঁন বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণ ও দ্রুত পণ্য খালাসের লক্ষ্যে কাস্টমস কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।
মঙ্গলবার ২২জুলাই বিকালে বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি বেনাপোল স্থল বন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এবং নোম্যান্সল্যান্ড এলাকা পরিদর্শন করেন।
এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস) মবিনুল কবির ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (এডমিন) মোয়াজ্জেম হোসেন, বেনাপোল বন্দরের পরিচালক শামীম আহমেদ কাস্টমস হাউজের কমিশনার কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
ল্যান্ড পোর্ট দিয়ে সুতা আমদানির ব্যাপারে তিনি বলেন, ভারত থেকে সুতা আমদানি বন্ধ নেই। তবে তা সিপোর্ট দিয়ে আমদানি করা হচ্ছে। ব্যবসায়ীরা চাইলে আমরা ভারতের সঙ্গে আলোচনা করতে পারি। কারণ আমাদের কাছে ব্যবসায়ীদের স্বার্থ আগে।
সার্ভার জটিলতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই সমস্যাটা দেশের সকল কাস্টমস হাউজ এবং শুল্ক স্টেশনে হচ্ছে। দ্রুত পণ্য খালাসের জন্য আমরা বিকল্প কিছু করার চিন্তা ভাবনা করছি।