মনা নিজস্ব প্রতিনিধিঃ
গত ইং ২৩/০৭/২০২৫খ্রি: সময় ২১.০০ ঘটিকায় পাহাড়তলী থানাধীন কলকা সিএনজির বিপরীতে পাশে বিএসআরএম কোম্পানির লোহার স্ক্র্যাপ বহনকারী লং ভেহিক্যাল হতে সংঘবদ্ধ অজ্ঞাতনামা ২৫/৩০ জন চোর ৩৮০ কেজি লোহার স্ক্র্যাপ চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় পাহাড়তলী থানার মামলা নং ২২, তাং-২৪/০৭/২৫খ্রি, ধারা-৩৭৯/৩৪ রুজু হয়।
মামলা হওয়ার পর পরই পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ জনাব মো: জসিম উদ্দিন এর নেতৃত্ব এসআই জসিম উদ্দিনের সমন্বয়ে একটি চৌকস টিম ইং ২৪/০৭/২০২৫ তারিখ অনুমান ২২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন কলকা সিএনজির বিপরীত পাশে অভিযান পরিচালনা করে লোহার স্ক্র্যাপ চুরির সাথে জড়িত চোর চক্রের সদস্য ১। মোঃ জসিম(৩১), পিতা- মোঃ শাহ আলম, মাতা- আনোয়ারা বেগম প্র আনোয়ারা বেগম, সাং- ফকির হাট, সোলেমান সওদাগর বাড়ী, বন্দর, চট্টগ্রাম, বর্তমানে- চুনা ফ্যাক্টরী মোড়, আর্টিলারি মোড়, হালিশহর, চট্টগ্রামকে গ্রেফতার করেন। আসামীর হেফাজত হতে চোরাইকৃত ৩৫ কেজি লোহার স্ক্র্যাপ উদ্ধার করেন। অবশিষ্ট মালামাল উদ্ধার এবং অজ্ঞাতনামা অন্যান্য চোর চক্রের সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।