সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলায় রবিবার (২৭ জুলাই) মৎস্য অধিদপ্তরের উদ্যোগে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে রাজাখালী, চরবয়রা ও জলিশা এলাকা থেকে নিষিদ্ধ ২৩টি চাইনিজ দুয়ারী জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ টাকা।
বিকালে উদ্ধারকৃত জালগুলো উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক-এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় মৎস্য দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মাছের প্রজনন এবং জলজ সম্পদের সুরক্ষায় অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় জনগণের মধ্যেও অভিযানের প্রতি ইতিবাচক সাড়া লক্ষ করা গেছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।