1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দুর্গাপূজায় ইলিশের চাহিদা-রপ্তানি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন সুবিধা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব,(ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজৈরে মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিবাদ সভা চট্টগ্রামে দেওয়ানহাট মোড়ের ফুটপাতে ছটফট কর়া ভারসামস্যহীন নারীর কোলে এল সন্তান, হাসপাতালে পাঠালেন দুই সার্জেন্ট আব্দুল্লাহ আলমুজাহিদ জনি ও সার্জেন্ট জাহিদ শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ঢাকা জেলাস্থ মিলব্যারাক পুলিশ লাইনস্ মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন- ২০২৫ খ্রিঃ এর প্রথম দিনের ইভেন্ট রাজধানীর কলাবাগান এবং খুলনার রুপসা উপজেলায় পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক-৫ রাজধানীর কলাবাগান এবং খুলনার রুপসা উপজেলায় পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক-৫ রাজধানী তেজগাঁও থানা পুলিশের সাঁড়াশি অভিযানে কারওয়ান বাজার ও আশপাশ এলাকা থেকে আটক-৩০। ২৬ বছর ধরে এমপিও বঞ্চিত সলঙ্গা মহিলা কলেজ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারত থেকে পুশইনকৃত ৮ বাংলাদেশি আটক

দুর্গাপূজায় ইলিশের চাহিদা-রপ্তানি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা

উৎসবের আলো
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
ভারতের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসবের সময় উপমহাদেশ জুড়েই বাড়ে নানা খাদ্যের চাহিদা, বিশেষ করে বাঙালিদের প্রিয় মাছ পদ্মার ইলিশের। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশের ইলিশের প্রতি থাকে তীব্র চাহিদা। তবে চলতি বছরে দুর্গাপূজার আগে ইলিশ রপ্তানি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এই অনিশ্চয়তার মধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। ২৯ জুলাই পাঠানো চিঠিতে সংগঠনটি এবারের পূজার আগে ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে সময়সীমা শিথিল করারও অনুরোধ জানিয়েছে।

চিঠিতে গত বছরের ইলিশ রপ্তানির অনুমতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনটি জানিয়েছে, আপনার সদয় হস্তক্ষেপে গত বছর ২৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মৎস্যপ্রেমীদের জন্য এক বিশেষ আকর্ষণ।

চিঠিতে আরও বলা হয়, দুর্গাপূজা ২০২৫ সামনে থাকায় এ বছরও আগেভাগেই ইলিশ রপ্তানির অনুমতি দিতে অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য, এ বছরের দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে।

তবে পূর্ব অভিজ্ঞতা তুলে ধরে চিঠিতে আফসোসের সুরে বলা হয়েছে, গত বছর অনুমোদিত ২৪২০ টনের মধ্যে মাত্র ৫৭৭ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা সম্ভব হয়েছিল। তারও আগে ২০২৩ সালে ৩,৯৫০ টনের অনুমোদনের বিপরীতে রপ্তানি হয়েছিল মাত্র ৫৮৭ টন, ২০২২ সালে ২,৯০০ টনের অনুমোদনের বিপরীতে ১,৩০০ টন এবং ২০২১ সালে ৪,৬০০ টনের অনুমোদনের বিপরীতে রপ্তানি হয়েছিল ১,২০০ টন।

এই খাতে বড় বাধা হিসেবে ব্যবসায়ীরা উল্লেখ করেছেন সময়সীমা। চিঠিতে জানানো হয়েছে, প্রতি বছর রপ্তানির অনুমতিপত্র নির্দিষ্ট সময়ের (৩০-৪৫ দিন) মধ্যে সীমাবদ্ধ থাকে। এতো অল্প সময়ের মধ্যে বড় পরিমাণ ইলিশ রপ্তানি সম্ভব হয় না।

এই পরিস্থিতিতে এবার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ অনুরোধ জানিয়েছে, যেন অনুমোদিত ইলিশ রপ্তানির ক্ষেত্রে সময়সীমার বাধ্যবাধকতা না থাকে।

চিঠির শেষে অন্তর্বর্তী সরকারের এক বছর সফলভাবে শেষ হওয়ায় শুভেচ্ছা জানিয়ে ভারতের সঙ্গে আরও দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের প্রত্যাশাও ব্যক্ত করেছে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট