মনা নিজস্ব প্রতিনিধিঃ
গত শুক্রবার (১ আগস্ট ২০২৫ খ্রি.) গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি মামলার ঘটনায় পলাতক জানে আলম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির গুলশান থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১ আগস্ট ২০২৫ খ্রি.) সকালে রাজধানীর গোপীবাগ এলাকা হতে অপুকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস টিম। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১ আগস্ট ২০২৫ তারিখ মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এর একটি বাসা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হলো ।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত জানে আলম অপু চাঁদাবাজির টাকা দিয়ে একটি ইয়ামাহা মোটরসাইকেল ক্রয় করেছে মর্মে স্বীকার করেছে । অপুসহ এই মামলায় এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় নগদ অর্থ উদ্ধারের চেষ্টা এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।