মনা যশোর প্রতিনিধিঃ
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ বাবলুর রহমান খান এর নের্তৃত্বে ইং ০৩/০৮/২০২৫ খ্রিঃ তারিখ মণিরামপুর থানা পুলিশ কর্তৃক এসআই/ অপর্ণা বিশ্বাস সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনাকালে মণিরামপুর থানার মামলা নং- ০৭, তাং- ০৩/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৭৯/৪১১ এজাহারনামীয় আসামী ১। হানজালা (২০) ও ২। মোঃ রবিউল ইসলাম আকাশ (২৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ০১টি চোরাইকৃত ছাগল উদ্ধার করা হয়। ছাগলের মূল্য অনুমান ১৫,০০০/- টাকা।
অপর অভিযানে এসআই/ তুহিন হোসেন, এএসআই ইমরান হোসেন সংগীয় ফোর্সসহ ইং ০৪/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত ০০:১৫ ঘটিকার সময় মণিরামপুর থানাধীন মনিরামপুর পৌরসভার ০৩নং ওয়ার্ড মনিরামপুর গ্রামের জনৈক দাউদ মটরস্ এর সামনে পাঁকা রাস্তার পাশে থেকে বরুণ বিশ্বাস (৩৩) কে গ্রেফতার করে। আসামীর হেফাজত হতে ২১ (একুশ)বোতল রেক্টিফাইড স্পিরিড এ্যালকোহল উদ্ধার করে যার ওজন ২.১ লি, মূল্য অনুমান ৬,৩০০/- টাকা। আসামীর বিরুদ্ধে মনিরামপুর থানার মামলা নং-০৮, ইং ০৪/০৮/২০২৫ খ্রিঃ তারিখ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ২৪(ক) মামলা রুজ হয়।
আসামীদের ইং ০৪/০৮/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আসামীদের নাম ও ঠিকানাঃ
১। নামঃ- হানজালা (২০)
পিতাঃ- মৃত মোলাম বিশ্বাস
সাংঃ- বালিয়াঘাট
থানাঃ- কোতয়ালী
জেলাঃ- যশোর।
২। মোঃ রবিউল ইসলাম আকাশ (২৫)
পিতাঃ- মোঃ সিরাজুল ইসলাম
সাংঃ- ধোপাপাড়া (রাজারহাট)
থানাঃ- কোতয়ালী
জেলাঃ- যশোর।
৩। বরুণ বিশ্বাস (৩৩)
পিতাঃ- মাধব বিশ্বাস
সাংঃ- মনিরামপুর
থানাঃ- মনিরামপুর
জেলাঃ- যশোর।