আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে হত্যা, মারপিট, চাঁদাবাজি, মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক মামলার পলাতক আসামি মো. হযরত আলী সোনার (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ৬টা ৩০ মিনিটে শেরপুর থানাধীন সোনকা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত হযরত আলী সোনার শাজাহানপুর উপজেলার বয়ড়াদিঘী গ্রামের মৃত ইউনুস আলী সোনারের ছেলে। তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় চলতি বছরের ১ নভেম্বর দায়েরকৃত মামলা নং-০১, জিআর নং-৩২৪/২০২৪ এ অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(এ), দণ্ডবিধি ১৮৬০ এর ১৪৩/৩২৩/৩৪১/৩২৪/৩০৭/৩০২/১১৪ এবং বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৩/৪ ধারায় মামলা রয়েছে।
এছাড়াও হযরত আলীর বিরুদ্ধে অতীতে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—জয়পুরহাটের পাঁচবিবি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা (২০১৮) শাজাহানপুর থানায় হত্যাচেষ্টা, মারপিট, চাঁদাবাজি ও ডাকাতির মামলা (২০১৩, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২৪) সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে দায়ের হওয়া হত্যা মামলা। পুলিশ জানায়, হযরত আলী দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মারপিট, অস্ত্র ও মাদকসহ প্রায় হাফ ডজন মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারের পর হযরত আলীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।