উপ শিরোনাম, “আমার ছেলে কোনো অপরাধী ছিল না। ঈদের আগে সুস্থ ছেলেটাকে ওরা ধরে নিয়ে গেল, আর আজ তার লাশ ফেরত দিল।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে শরীফ আহমেদ (সবুজ) নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। গত ১৭ আগস্ট কারাগারে গুরুতর অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শরীফ ঢাকা জেলার সাভার উপজেলার সবুজবাগ এলাকার তাইজুল ইসলামের ছেলে।
শরীফের পরিবারের অভিযোগ, বিনা মামলায় গ্রেপ্তারের পর পুলিশি রিমান্ডে নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন শরীফ এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি, যার ফলে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় এক সাংবাদিক শরীফের পরিবারের বরাত দিয়ে জানান, গত ঈদুল ফিতরের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শরীফকে কোনো মামলা ছাড়াই তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়। পরিবারের অভিযোগ, রিমান্ডে থাকাকালীন সময়ে শরীফ গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
এরপর তার পরিবার তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বারবার আবেদন করলেও কারা কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি বলে অভিযোগ করা হয়। এমনকি তার মুক্তির জন্যও চেষ্টা করা হয়েছিল, কিন্তু জামিন মেলেনি।
অবশেষে, গত ১৭ আগস্ট কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। শরীফের সহকর্মী ও সমর্থকরা এই মৃত্যুকে “রাষ্ট্রীয় হত্যাকাণ্ড” বলে আখ্যায়িত করে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। তারা বলছেন, শরীফের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং এই হত্যার বিচার বাংলার মাটিতেই নিশ্চিত করা হবে।