মনা যশোর প্রতিনিধিঃ
ইং- ২২/০৮/২০২৫ খ্রিঃ সকাল ০৮.০০ ঘটিকা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার ও অত্র জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি জনাব রওনক জাহান মহোদ়ের সভাপতিত্বে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৫ এর ৩য় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার শেষ দিনে তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
১০০০মিঃ নারীদের এবং ১৬০০ মিঃ পুরুষদের দৌড় দিয়ে শুরু হয়। পরবর্তীতে ড্র্যাগিং এবং রোপ ক্লাইমিং।
প্রতিটি ইভেন্ট শুরু হওয়ার আগেই সকল প্রার্থীদের ইভেন্টের নিয়ম-কানুন সম্পর্কে সুস্পষ্ট ব্রিফিং প্রদান করা হয়।
তিনটি ইভেন্টে কৃতকার্য প্রার্থীরাই লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হয়েছে।
মাঠ পর্যায়ে উত্তীর্ণ সকল প্রার্থীদের বাংলাদেশ পুলিশের নিয়োগে প্রথমবারের মতো ফেস ডিটেকশন এর মাধ্যমে নিবন্ধন করা হয় যাতে করে লিখিত পরীক্ষার সময় ভুয়া কোন প্রার্থী লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে না পারে।
নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় প্রার্থীদের মনোবল বৃদ্ধির জন্য বার বার ব্রিফিং প্রদান করেন। একই সাথে পরবর্তী ধাপ লিখিত পরীক্ষার জন্য সকলকে বেশি করে প্রস্তুতি নিতে বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ অত্র নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোসবৃন্দ।