মনা নিজস্ব প্রতিনিধিঃ
চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা হয় এই মতবিনিময় সভায়। বক্তারা উল্লেখ করেন—
👉 শিক্ষা হলো জাতির মেরুদণ্ড।
👉 সুশিক্ষিত প্রজন্মই পারে একটি উন্নত সমাজ ও রাষ্ট্র গঠন করতে।
এ সময় সাজ্জাদুল মিরাজ বলেন—
👉 “শিক্ষা ও শিক্ষকদের যথাযথ মর্যাদা না দিলে সমাজ কখনো এগিয়ে যেতে পারে না। শিক্ষকরা জাতি গঠনের কারিগর, তাই তাঁদের সমস্যার সমাধান ও সম্মান নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
সভায় শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যরা তাঁদের মতামত তুলে ধরেন এবং বিদ্যালয়ের উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শিক্ষা উন্নয়ন, সমাজ উন্নয়ন
শিক্ষক-শিক্ষিকাই জাতি গঠনের কারিগর।