1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
WTGP 2025- এ "শাহিদুজ্জামান শোভন" জাপানের বিশ্ব মঞ্চে উড়ালো বাংলাদেশের পতাকা - নব দিগন্ত ২৪
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুর পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন এর দায়িত্বভার গ্রহণ সাতক্ষীরা জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, সাতক্ষীরা যশোরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা পুলিশ যশোরের নবাগত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা এর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত যশোর নোয়াপাড়া বিশেষ অভিযানে ০৫ টি বিদেশী পিস্তল, ১০ টি পিস্তলের ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জনকে আটক করেছে ডিবি পুলিশ সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিক–পুলিশ একসাথে কাজ করবে: মাদারীপুর এসপি এহতেশামুল হক WTGP 2025- এ “শাহিদুজ্জামান শোভন” জাপানের বিশ্ব মঞ্চে উড়ালো বাংলাদেশের পতাকা চট্টগ্রাম সিএমপি’র আকবর শাহ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি কালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ৪ জন কুখ্যাত সন্ত্রাসী আটক হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার জনাব মোছাঃ ইয়াছমিন খাতুন যোগদান রাজধানীতে জেনেভা ক্যাম্পে অভিযানে ৭৮০০ পিচ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

WTGP 2025- এ “শাহিদুজ্জামান শোভন” জাপানের বিশ্ব মঞ্চে উড়ালো বাংলাদেশের পতাকা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

 

মনা নিজস্ব প্রতিনিধিঃ
বিশ্বের সেরা মোটরসাইকেল টেকনিশিয়ানদের বৈশ্বিক প্রতিযোগিতা World Technician Grand Prix (WTGP) 2025- এ অংশ নিয়ে বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছেন মোঃ শহিদুজ্জামান শোভন। জাপানে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় তিনি বিশ্বের ১৯টি দেশ ও অঞ্চলের ২২ জন নির্বাচিত টেকনিশিয়ানের সঙ্গে প্রতিযোগিতা করে *ষষ্ঠ স্থান* অর্জন করেন।

এটি বাংলাদেশের মোটরসাইকেল সার্ভিসিং সেক্টরের জন্য এক ঐতিহাসিক অর্জন।

বাংলাদেশের হয়ে “The Gentle Solver” পরিচয়ে বিশ্বমঞ্চে শোভন- জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সেরা হয়ে WTGP-তে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন শোভন। তিনি প্রতিযোগিতায় অংশ নেন ‘Entry No. 18’ – “The Gentle Solver” নামে। বিশ্বের হাজারো YTA সার্টিফায়েড টেকনিশিয়ানের মধ্য থেকে বাছাই করা ২২ জনের দলে স্থান পাওয়াটা তার দক্ষতা ও পেশাদারিত্বেরই প্রমাণ।

ইয়ামাহা ও এসিআই মটরস—শোভনের সাফল্যের শক্ত ভিত:
শহিদুজ্জামান শোভন জানান, তিনি ০৬ বছর ধরে ইয়ামাহার সঙ্গে কাজ করছেন, এবং তাঁর পেশাগত উন্নতি, প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় পৌঁছানোর পেছনে ইয়ামাহা ও এসিআই মটরসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন—
ইয়ামাহা ও এসিআই মটরস-এর মাধ্যমেই আমি বিশ্বমঞ্চে আমার দক্ষতা তুলে ধরতে পেরেছি। WTGP 2025-এ বাংলাদেশের পতাকা উঁচু করে ধরতে পেরে আমি গর্বিত। আমার সাফল্যের পেছনে আমাদের সিনিয়রদের দিকনির্দেশনা সবচেয়ে বড় অনুপ্রেরণা।”

সার্ভিস সেন্টারের গর্ব—ক্রিসেন্ট এন্টারপ্রাইজের প্রশংসা:
ক্রিসেন্ট এন্টারপ্রাইজ ইয়ামাহা সার্ভিস সেন্টারের ইনচার্জ “আরাফাত হোসেন” জানান—
শোভন দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে কাজ করছেন। তিনি ইয়ামাহা YTA প্রশিক্ষিত এবং বাংলাদেশে প্রতিযোগিতায় ‘প্রথম’ হয়ে WTGP-তে অংশগ্রহণ করেন। বিশ্বের মধ্যে ষষ্ঠ হয়ে তিনি আমাদের গর্বিত করেছেন। শোভনকে নিয়ে আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে।”

WTGP 2025—বৈশ্বিক টেকনিশিয়ানদের সেরা মঞ্চ:
ইয়ামাহার বিশ্বব্যাপী আয়োজিত WTGP শুধু টেকনিক্যাল দক্ষতাই নয়, বরং— গ্রাহক সেবা, যোগাযোগ দক্ষতা, ইঞ্জিন ও ইলেকট্রনিক্স ডায়াগনসিস, সমস্যা সমাধান সক্ষমতা এসব ক্ষেত্রেও টেকনিশিয়ানদের যোগ্যতা যাচাই করে।
২০২৫ ছিল প্রতিযোগিতার নবম আসর, এবং প্রথমবার এটি বিশ্বব্যাপী লাইভস্ট্রিম করা হয়।

বাংলাদেশের জন্য নতুন অধ্যায়:
বিশ্বসেরার তালিকায় শোভনের *ষষ্ঠ স্থান* অর্জন প্রমাণ করে, বাংলাদেশের টেকনিশিয়ানরাও আন্তর্জাতিক মানে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখেন।
তিনি একাই বাংলাদেশ ও এসিআই মটরসকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করেছেন।
তার এই সাফল্য দেশের মোটরসাইকেল সার্ভিসিং শিল্প, প্রশিক্ষণ কাঠামো এবং টেকনিশিয়ানদের মর্যাদা আরও সমুন্নত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শহিদুজ্জামান শোভনের WTGP 2025–এ অসাধারণ অর্জন শুধু ব্যক্তিগত গৌরব নয়—
এটি বাংলাদেশ, ইয়ামাহা এবং এসিআই মটরস–এর জন্য এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি।
তিনি দেখিয়ে দিয়েছেন—দক্ষতা, প্রশিক্ষণ ও পরিশ্রম থাকলে বাংলাদেশও বিশ্বসেরাদের সারিতে দাঁড়াতে পারে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট