মোঃমামুন ডিমলা নীলফামারী প্রতিনিধি
দাবী মোদের একটাই শিক্ষা জাতীয় করণ চাই। এই প্রতিপাদ্য সামনে রেখে ১৪অক্টোবর নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ চত্বর থেকে শিক্ষা জাতীয় করনের দাবীতে বেসরকারি শিক্ষক কর্মচারীগন একটি র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্ত্বরে মিলিত হন।
সমাবেশে দ্বায়িত্ব পালন করেন প্রধান সমন্বয়ক আফতাব হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনতা ডিগ্রী কলেজ সহিদুল ইসলাম অধ্যক্ষ ,ডিমলা ইসলামীয়া ডিগ্রি কলেজ, আব্দুল কাদের অধ্যক্ষ ডিমলা বিএমআই কলেজ, আলা উদ্দিন আলাল,সহ্কাারী অধ্যাপক বিএমআই কলেজ, রেজাউল কবির ইসলামীয়া ডিগ্রি কলেজ।
এসময় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মনোয়ার হোসেন শহীদ জিয়া ডিগ্রি কলেজ, অধ্যক্ষ বজলার রহমান ছোটখাতা কামিল মাস্টার্স মাদরাসা, গোলাম রব্বানী প্রধান সহকারী শিক্ষক ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়, রেজাউল ইসলাম প্রধান শিক্ষক শালহাটি উচ্চ বিদ্যালয়, মারুফা আক্তার লিজা প্রধান শিক্ষক খগাখড়িবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাওেলানা কাজী হাবিবুর রহমান সহ আরও অনেকে।
এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী গনের মূল বেতনের ২০শতাংশ বাড়ী ভাড়া,চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫.শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবী এবং প্রেসক্লাবের সামনে শিক্ষকদের উপর বর্বোরচিত হামলার প্রতিবাদ নাহওয়া পর্যন্ত ডিমলা উপজেলা সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন বক্তারা।
আয়োজনে এমপিও ভুক্ত শিক্ষা জাতীয় করন প্রত্যাশি জোট ডিমলা নীলফামারী।