মনা নিজস্ব প্রতিনিধিঃ
সার্ভিল্যান্স অভিযান
তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৫
স্থান: কক্সবাজার সদর উপজেলা
অদ্য ১০/০৯/২০২৫ তারিখে কক্সবাজার সদর উপজেলায় বিএসটিআই কর্তৃক সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কার্যক্রমে নিম্নলিখিত প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয়ঃ
১। ফরিদ বিল্ডার্স, জলিল চত্বর, সার্কিট হাউজ রোড, কক্সবাজার।
২। মেসার্স আইয়ান ট্রেডিং, জলিল চত্বর, সার্কিট হাউজ রোড, কক্সবাজার।
৩। নাঈব ট্রেডার্স, গোলদিঘির পশ্চিম পাড়, হাসপাতাল সড়ক, কক্সবাজার।
৪। তাহের ট্রেডার্স, বার্মিজ মার্কেট, প্রধান সড়ক, কক্সবাজার।
৫। আর এস স্টোর, বার্মিজ মার্কেট, প্রধান সড়ক, কক্সবাজার।
১ ও ২ নং প্রতিষ্ঠানকে ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
৩ নং প্রতিষ্ঠানের ওজন যন্ত্রে ত্রুটি পাওয়া যাওয়ায়,যন্ত্রের ত্রুটি দূর করে সঠিক পরিমাপ নিশ্চিত করার পরামর্শ প্রদান করা হয়।
৪ নং প্রতিষ্ঠানের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী পণ্য (Goree – ১টি, Navia – ২টি, Chadni – ১টি, Face Fresh – ১টি, New Face – ১টি) এবং ৫ নং প্রতিষ্ঠানের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী পণ্য (Goree – ২টি, Dr Davey – ১টি) জব্দ করা হয় এবং এসকল পণ্য বিক্রয় বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।এছাড়া,৪ ও ৫ নং প্রতিষ্ঠানকে আমদানিকৃত পণ্যের গায়ে আমদানিকারক প্রতিষ্ঠানের নাম, ঠিকানা উল্লেখ ও বিএসটিআইয়ের ছাড়পত্র গ্রহণ ব্যতিত পণ্য বিক্রয় করতে নিষেধ করা হয়।
জনস্বার্থে বিএসটিআই কক্সবাজার কর্তৃক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উক্ত অভিযানে অংশগ্রহণ করেন জনাব রঞ্জিত কুমার মল্লিক, পরিদর্শক (মেট);জনাব এস. এম. রুহুল ইসলাম, পরিদর্শক (মেট);জনাব মিনহাজুল হক, ফিল্ড অফিসার (সি. এম.)