মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুরের কালকিনি উপজেলায় বাল্যবিয়ের আয়োজনের অভিযোগে বর সাগর সরদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন এ দণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালকিনি পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের খোকন সরদারের ছেলে সাগর সরদারের বিয়ের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের সত্যতা পান। পরে বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারায় বরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফীন বলেন,
বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এ ধরনের বিয়ে আমাদের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর। সবাইকে সচেতন হতে হবে এবং বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এ ধরনের পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে সচেতনতা ও সচল নজরদারি বৃদ্ধি পেয়েছে বলে জানান স্থানীয়রা।