সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় এক গৃহবধুকে অনৈতিক কাজে বাধ্য করার হুমকীর অভিযোগ উঠেছে। গোপনে ফেসবুকে খারাপ ভিডিও ধারন করেছে এমন মিথ্যা প্রতারণা করে কুপ্রস্তাবে বাধ্য করার জন্য চাপ সৃষ্টিসহ অনৈতিক কাজে রাজি না হলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবীও করেছে মর্মে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।ভুক্তভোগী গৃহবধু সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘুঘাট গ্রামের পর্রশান্ত মন্ডলের মেয়ে সাগরীকা রানী রায় (৩০) বলে জানা গেছে।মামলাসুত্রে সরেজমিনে গিয়ে জানা গেছে,ঘুঘাট গ্রামের সাগরিকার প্রতিবেশি রমন চন্দ্র সরকারের ছেলে সাগর (৪০) প্রতিবেশি হওয়ার সুবাদে প্রায়ই সাগরিকার বাড়িতে আসা যাওয়া করত।সে নাকি গোপনে সাগরিকার খারাপ ছবি ধারন করেছে।অনৈতিক কাজে রাজি না হলে খারাপ ছবি তার স্বামীকে দেখাবে আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে তার সম্মানহানী করবে মর্মে ব্লাক মেইল করার অপচেষ্টায় লিপ্ত ছিল।ভু্ক্তভোগী নারী সাগরিকা তার হুমকী ধামকীতেও অনৈতিক কাজে রাজি না হওয়ায় অবশেষে প্রতারকচক্র ৫০ হাজার টাকা মুক্তিপণও দাবী করে।বিষয়টি স্থানীয় প্রধানদের অবগত করলে তারা আইনের আশ্রয় নেয়ার পরামর্শ প্রদান করেন। প্রতারক বিবাদী সাগর ও তার ৪/৫ জন সহযোগীদের হুমকী ও যে কোন সময় বড় ধরনের ক্ষতি করতে পারে এমন আতঙ্কে দিনাতিপাত করছে ভুক্তভোগী পরিবার।এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলক জানান,পুর্ণাঙ্গ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।