মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ০৮.১০.২০২৫ তারিখে জেলা প্রশাসন, কুমিল্লা ও বিএসটিআই জেলা কার্যালয়, কুমিল্লা এর যৌথ উদ্যোগে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।
উক্ত অভিযানে মদিনা ফিলিং স্টেশন, নাজিরাবাজার, আদর্শ সদর, কুমিল্লা প্রতিষ্ঠানটিকে ০১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ৭০ মি.লি. কম প্রদান করায় ‘ওজন এবং পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা মাত্র) অর্থদণ্ড করা হয়।
এছাড়া জান্নাত ফিলিং এন্ড সিএনজি সার্ভিসেস, আলেখারচর, কুমিল্লা এবং নাঈমুল ফিলিং স্টেশন এন্ড এলপিজি, আলেখারচড়, আদর্শ সদর, কুমিল্লা; প্রতিষ্ঠান দু’টির ডিসপেনসিং ইউনিটসমূহের তেল পরিমাপ যাচাই করে সঠিকতা পাওয়া যায়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফরিদুল ইসলাম, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব মোঃ শামস তাবরেজ, পরিদর্শক (মেট্রোলজি); জনাব মোঃ লুৎফর রহমান, পরিদর্শক (মেট্রোলজি); প্রকৌ. আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি) ও জনাব ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার (সিএম)।
জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।